
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা আট পাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও দ্বিতীয় গেট ও উপজেলা প্রেসক্লাব সংলগ্ন রাস্তাটি খোলে দেওয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে দল-বল নির্বিশেষে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে
রবিবার ১১ঃ৩০ মিনিটে ৪ ইউনিয়নের জনসাধারণ নিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ মানববন্ধনে নেতৃত্ব দেন পাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান হীরা, সার্বিক সহযোগিতায় ছিলেন শুনই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান খান কামাল ।
এছাড়াও এ মানববন্ধনে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, আটপাড়া উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল, ঘাতক- দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান কানন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হায়দার জাহান সাগর সহ চার ইউনিয়নের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন ।
একসময় উপস্থিত বক্তারা , যার জন্য করি চুরি তার কাছেই আজ মূল্য নেই এমনই দুঃখ প্রকাশ করে বলেন, আটপাড়া উপজেলা প্রেস ক্লাব সংলগ্ন রাস্তাটি ও আটপাড়া হাসপাতালের ২ নং গেইটের রাস্তাটি বন্ধ করা হয়েছে। ফলে প্রায় ৫০ হাজার জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। শুধু মাত্র এই গেইটটি এবং প্রেসক্লাবের রাস্তাটির জন্যই অতিরিক্ত আরো প্রায় ৫ কিলোমিটার পথ অতিরিক্ত যেতে হয়। ফলে সকল ধরনের মুমূর্ষু রোগীর জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহুতলা মডেল মসজিদ নির্মাণ করেছেন আটপাড়া উপজেলায়। রাস্তা দুটি বন্ধ হওয়ায় শত শত মুসল্লীদের নামাজ আদায়ে বিগ্ন ঘটবে বলেও জানান। কেন্দুয়া আটপাড়া উপজেলার সংসদ সদস্য অসীম কুমার উকিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার পর থেকে অদৃশ্য কারণে হাসপাতালের ২নং গেইট টি বন্ধ করে দেন, প্রেসক্লাবের সংলগ্ন রাস্তাটি ও দেয়াল তুলে বন্ধ করে দেন। আটপাড়া হাসপাতালের ২ং গেইটটি এবং প্রেসক্লাবের রাস্তাটি খোলে দিন। জনগণের দুঃখ, দুর্দশা থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।