ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
কলমাকান্দায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক সৌদি আরব প্রবাসীদের জন্য নতুন দক্ষতা-ভিত্তিক কর্মপরিকল্পনা চালু করেছে। এডিপির অর্থায়নে আটপাড়া উপজেলা সুমাইখালী খালে অভয়াশ্রম স্থাপন সাংগঠনিক সভা করেছে পানছড়ি স্বেচ্ছাসেবক দল সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা  লালপুরে সেনাবাহিনীর অভিযানে পদ্মা নদীর পাড়ে অবৈধ মাটি উত্তোলন বন্ধ — কৃষকের মুখে স্বস্তির হাসি ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর বিলগুলদাহ রাস্তার বেহাল অবস্থা সৌদি আরব এক সপ্তাহে ৮,০৫১ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে। বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে সেনাবাহিনী **সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার

নাটোরে গ্রামবাংলার শীতের আলাদাঐতিহ্য পিঠাউৎসব

নাটোর জেলা প্রতিনিধিঃ

বড়াইগ্রাম গ্রামবাংলার শীতের আলাদাঐতিহ্য রয়েছে
আর সেই ঐতিহ্য পিঠাপুলির। শীত এলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। সেই পিঠাপুলির মধুর ঘ্রাণেই মুখরিত এখন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । সোমবার সকাল ৯ টায় বড়াইগ্রাম উপজেলা হেলথ কমপ্লেক্স এর হলরুমে শুরু আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো পিঠা উৎসব।বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী , সিএইচসিপি সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শীতের পিঠা উৎসবে যৌথভাবে অংশগ্রহণ করেছে।

সকালে বর্ণিল বেলুন আর রংবেরঙের আলোকসজ্জার সজ্জিত করে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের কে গোলাপ ফুলের একটি করে স্টিক দিয়ে শীতের এই পিঠা উৎসবের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা.মোঃখুরশীদ আলম, এবং ডা. সুপ্তি গোমেজ(এম ও এম সি এইচ এফপি),ডা.ডলি রানী বলেন, দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম উপাদান গ্রামীণ সংস্কৃতির পিঠাপুলি। নাগরিক জীবনে যখন সবকিছু যান্ত্রিকতায় আবদ্ধ হয়ে পড়ছে, সীমিত হয়ে পড়ছে আমাদের মানবিক বোধ তখন আমাদের সেই গ্রামীণ সংস্কৃতির অনন্য এই উপাদান নিয়ে শুরু হল পিঠা উৎসব।

ডা.মোক্তার হোসেন এমওডিসি বলেন পিঠা উৎসব গ্রামীণ সংস্কৃতি আমাদের সংস্কৃতির প্রধান জায়গা। সেই গ্রামীণ সংস্কৃতির অন্যতম উপাদান পিঠাপুলি। এ পিঠাপুলি নিয়ে যাতে প্রতি বছর এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় এর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে দিতে হবে আমাদের উৎসব শীতের এই পিঠাপুলি উৎসব আমাদের শেকড়ের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। এটা শুধু একটি উৎসব নয়, এটা নাগরিক জীবনের যান্ত্রিকতার মাঝে নির্মল আনন্দের খোরাকও। নাগরিক ও ভোগবাদী সমাজের সংস্কৃতিতে এই উৎসব আবহমান বাংলার সংস্কৃতির চিরন্তন উপাদান তুলে ধরার এ আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে।

পিঠা উৎসব ঘুরে দেখা যায়, পিঠার নানা রকমের রংবেরঙের বাহারি পিঠার জমকালো আয়োজন ছিল বড়াইগ্রাম উপজেলা হেলথ কমপ্লেক্স হল রুমে। বেশিরভাগ তৈরিকৃত আগ্রহের পিঠা ছিল মিষ্টি জাতীয়। তবে ঝাল-টক পিঠাতেও ছিল না অরুচি। উৎসবের নানা পদের পিঠা নিয়ে হাজির হয়ে ছিলেন সকল স্বাস্থ্য কর্মীরা । যার মধ্যে ছিল- ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীরকুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, দুধরাজ, ফুলঝুরি পিঠাসহ আরও বাহারি সব নামের পিটাপুলী। শীতের এই পিঠাপলীর উৎসব সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলমান ছিল।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

নাটোরে গ্রামবাংলার শীতের আলাদাঐতিহ্য পিঠাউৎসব

আপডেট টাইমঃ ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

নাটোর জেলা প্রতিনিধিঃ

বড়াইগ্রাম গ্রামবাংলার শীতের আলাদাঐতিহ্য রয়েছে
আর সেই ঐতিহ্য পিঠাপুলির। শীত এলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। সেই পিঠাপুলির মধুর ঘ্রাণেই মুখরিত এখন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । সোমবার সকাল ৯ টায় বড়াইগ্রাম উপজেলা হেলথ কমপ্লেক্স এর হলরুমে শুরু আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হলো পিঠা উৎসব।বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী , সিএইচসিপি সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শীতের পিঠা উৎসবে যৌথভাবে অংশগ্রহণ করেছে।

সকালে বর্ণিল বেলুন আর রংবেরঙের আলোকসজ্জার সজ্জিত করে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের কে গোলাপ ফুলের একটি করে স্টিক দিয়ে শীতের এই পিঠা উৎসবের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা.মোঃখুরশীদ আলম, এবং ডা. সুপ্তি গোমেজ(এম ও এম সি এইচ এফপি),ডা.ডলি রানী বলেন, দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম উপাদান গ্রামীণ সংস্কৃতির পিঠাপুলি। নাগরিক জীবনে যখন সবকিছু যান্ত্রিকতায় আবদ্ধ হয়ে পড়ছে, সীমিত হয়ে পড়ছে আমাদের মানবিক বোধ তখন আমাদের সেই গ্রামীণ সংস্কৃতির অনন্য এই উপাদান নিয়ে শুরু হল পিঠা উৎসব।

ডা.মোক্তার হোসেন এমওডিসি বলেন পিঠা উৎসব গ্রামীণ সংস্কৃতি আমাদের সংস্কৃতির প্রধান জায়গা। সেই গ্রামীণ সংস্কৃতির অন্যতম উপাদান পিঠাপুলি। এ পিঠাপুলি নিয়ে যাতে প্রতি বছর এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয় এর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে দিতে হবে আমাদের উৎসব শীতের এই পিঠাপুলি উৎসব আমাদের শেকড়ের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। এটা শুধু একটি উৎসব নয়, এটা নাগরিক জীবনের যান্ত্রিকতার মাঝে নির্মল আনন্দের খোরাকও। নাগরিক ও ভোগবাদী সমাজের সংস্কৃতিতে এই উৎসব আবহমান বাংলার সংস্কৃতির চিরন্তন উপাদান তুলে ধরার এ আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে।

পিঠা উৎসব ঘুরে দেখা যায়, পিঠার নানা রকমের রংবেরঙের বাহারি পিঠার জমকালো আয়োজন ছিল বড়াইগ্রাম উপজেলা হেলথ কমপ্লেক্স হল রুমে। বেশিরভাগ তৈরিকৃত আগ্রহের পিঠা ছিল মিষ্টি জাতীয়। তবে ঝাল-টক পিঠাতেও ছিল না অরুচি। উৎসবের নানা পদের পিঠা নিয়ে হাজির হয়ে ছিলেন সকল স্বাস্থ্য কর্মীরা । যার মধ্যে ছিল- ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীরকুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, দুধরাজ, ফুলঝুরি পিঠাসহ আরও বাহারি সব নামের পিটাপুলী। শীতের এই পিঠাপলীর উৎসব সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলমান ছিল।