
আঙ্গুর রহমান ভূঁইয়া।
মদন (নেএকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন পৌর সদরের আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের অনিয়ম ও দুর্নীতির জন্য পাঁচ (এসএসসি(ভোকেশনাল )পরীক্ষার্থীর খাতায় ভিন্ন ও দুই ধরনের হাতের লেখা হওয়ার কারণে
ফলাফল (এক্সপেল) বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
জানাযায় মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের
বাংলা-২ পত্রের (চার জন) এবং আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ একজন মোট পাঁচজন ছাত্রের এসএসসি (ভোকেশনাল) হাতের লেখা দুই ধরনের ফলাফল এক্সপেল বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
হাতের লেখা দুই ধরনের এমন, দুর্নীতি ও অনিয়মের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানে তদন্ত নোটিশ পত্র প্রাপ্তির পর (সাত কর্ম) দিবসের মধ্যে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
২০২৩ সালের অনুষ্ঠিত, মদন পৌর সদরের আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) (সমমান) পরীক্ষায় মোট ৩১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে অত্র প্রতিষ্ঠান থেকে।
এরমধ্য ২৫ জন পাশ করে,(১জন) ফেল করে,ও (৫ শিক্ষার্থী) ফলাফল হাতের লেখা দুই ধরনের হওয়ার কারণে ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ফলাফল এক্সপেল বাতিল করেছে।
৫ জনের মধ্যে উপজেলা ফতেপুর ইউনিয়নের হাসনপুর( জনতা কারিগরি কলেজের) রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থীর হাতের লেখা দুই ধরনের হওয়ায় তার পরীক্ষা ফলাফল এক্সেল (বাতিল) করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
হাতের লেখা ভিন্ন, দুই ধরনের ফলাফল বাতিল পাঁচজনেরই একজন মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের ছাত্র।
নায়েপুর ইউনিয়নের মাখনা গ্রামের নূর ভক্ত এ প্রতিনিধিকে বলেন, পরীক্ষায় দিয়েছি আমি খাতায় ভিন্ন লেখা এ কেমন কথা? আমার রেজাল্ট বাতিল করেছে শিক্ষা বোর্ড, আবার তদন্তের নোটিশ ও দিয়েছে।
আমার হাতের লেখা তো দুই ধরনের হওয়ার কথা না, আমি তো কোন অনিয়ম করিনি।
আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের পাঁচ শিক্ষার্থীর পরীক্ষার খাতায়, হাতের লেখা ভিন্ন অনিয়ম দুই ধরনের হওয়ার কারণে, ফলাফল বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সাত কর্ম দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন নিদের্শ।
এ বিষয়ে জানতে চাইলে মদন পৌর সদরের আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের কেন্দ্র (সচিব) অধ্যক্ষ রফিকুল ইসলাম মিয়া তিনি বলেন, আপনারা সাংবাদিককের এত মাথা ব্যাথা কেন? যা পারেন তা লিখেন।
এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের ( সভাপতি) ঠিকাদার এম এ ওয়াহেদ তিনি এ প্রতিনিধিকে বলেন, এবিষয়ে আমাকে জানায়নি প্রতিষ্ঠানের অধ্যক্ষ তবে বিষয়টি খতিয়ে দেখা হবে,এ অনিয়ম কেন?
এ বিষয়ে মদন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ভূমি সহকারী (কমিশনার) শাহনূর রহমানতিনি বলেন, বিষয়টা অবগত হয়েছি।সাত কর্ম দিবসের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক কারণ দর্শাতে বলা হয়েছে। মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ রফিকুল ইসলামকে।
আঙ্গুর রহমান ভূঁইয়া
মদন (নেএকোনা) প্রতিনিধিঃ
তারিখ- ০৫/০৮/২০২৩ ইং